মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

‌‍‍`ফাঁস হওয়া ফোনালাপ‍‍` নিয়ে লাইভে আসছেন তামিম

নিজস্ব প্রতিবেদক

‌‍‍`ফাঁস হওয়া ফোনালাপ‍‍` নিয়ে লাইভে আসছেন তামিম

দেশের ক্রিকেটে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল। এবার ফাঁস হয়েছে ফোনালাপ। নৈপথ্যে গতকাল মঙ্গলবার বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার করা হয় তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপ রেকর্ড। যা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ ঘটনার জেরে ভক্তদের কাছে নিজের অবস্থান জানাতে আজ লাইভে আসার ঘোষণা দিয়েছেন ক্রিকেট তারকা তামিম।

ফোনালাপে তামিম অনেক রকম ইঙ্গিত করেছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়ে। আর আলাপ শুনে মনে হচ্ছে, সেখানে কথা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রসঙ্গে।
এবারের বিপিএলে একই দলে খেলেছেন তামিম, মুশফিক ‍ও মিরাজ। কিন্তু তাদের হঠাৎ এমন আলোচনা কেন? এমন প্রশ্ন অসংখ্য ভক্তের।

হয়তো এসব বিষয় নিয়ে আলোচনা করতে বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় লাইভে আসছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।

টিএইচ